নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে শিশু মেহেনুর আক্তারের মৃত্যু। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌর এলাকায় একটি ফ্ল্যাট। শিশুটির বয়স দেড় বছর।
তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী জমাদার বাড়ি। তার মা মরিয়ম আক্তার রুমা। বাবা মুশফিকুল আলম হাজীগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষক। তাদের তিন মেয়ে এক ছেলে। মেহেনুর আক্তার তাদের ছোট মেয়ে ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুকে প্রথমে আরিয়ানা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন ডাক্তার ছিল না। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে রাতে শিশু মেহেনুর আক্তারকে তার গ্রামের বাড়ি এন্নাতলী জমাদার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।