শাওন পাটওয়ারী :
অভিনব কায়দায় বালিশের ভেতরে ২ কেজি গাঁজা রেখে পাচারকালে ২ মাদক কারবারীকে আটক করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ। ১ জুলাই শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী গ্রামের আঃ রহমান (৩৫) ও মাসুম বিল্লাহ ফরহাদ (২৮)।
পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান আহমেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ আঃ রহমান ও মাছুম বিল্লাহ ফরহাদ কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর নৌ-থানার ওসি মোঃ কামরুজ্জামান জানায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।