চাঁদপুরে শনিবার ৩৩৬জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৩৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৭৫৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৪.২৬%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১৯জন, হাজীগঞ্জের ২৬জন, ফরিদগঞ্জের ৪৪জন, মতলব উত্তরের ১২জন, মতলব দক্ষিণের ১২জন, শাহরাস্তির ৬২জন, কচুয়ার ২৩জন ও হাইমচরের ৩৮জন রয়েছেন।

একই দিনে ৬৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৪জন, ফরিদগঞ্জের ৯জন, হাজীগঞ্জের ৮জন, মতলব দক্ষিণের ২জন, হাইমচরের ৩জন ও কচুয়ার ২জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫১জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৭৪৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৪০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)