চাঁদপুরে ২৮জনের করোনা শনাক্ত : মৃত বেড়েছে ৩জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ২৮জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ৪জন, মতলব দক্ষিণের ৩জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৭জন, কচুয়ার ৪জন ও শাহরাস্তির ৬জন রয়েছেন।

নতুন শনাক্তকৃতদের মধ্যে উপসর্গে মৃত শাহরাস্তির আবু সুফিয়ান (৭৫), কচুয়ার শাহ আলম (৬৬) এবং মতলব উত্তরের আফিয়া (৫০)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৯জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) ৬৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩৫টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৮৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৫২জন, ফরিদগঞ্জে ১৭৪জন, মতলব দক্ষিণে ১৬৯জন, শাহরাস্তিতে ১৫৫জন, হাজীগঞ্জে ১৪৮জন, হাইমচরে ১১৪জন, মতলব উত্তরে ১০৯জন ও কচুয়ায় ৬৮জন।

জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৫৯৯১টি। রিপোর্ট এসেছে ৫৮২৪টি। রিপোর্ট অপেক্ষমান ১৬৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৪৮৯জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৫৮জন। চিকিৎসাধীন আছেন ৫৬০জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫১৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৯জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯২১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৭০৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫১০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)