চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের পুরনো সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল

শাওন পাটওয়ারী/শরীফুল ইসলাম :
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী।

অন্যদিকে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

সোমবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে উভয় ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)