নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ৬জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৪জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার নূরজাহান (৬৫), মতলব দক্ষিণের দীঘলদী এলাকার সাফিয়া বেগম (৭৫), চাঁদপুর সদর উপজলোর গাছতলা এলাকার মাজেদা বেগম (৬৪) ও হাইমচরের চরকৃষ্ণপুর এলাকার রওশন আরা (৫৫)।
এছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের দেলোয়ার (৫৪) ও ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকার মজিবুর রহমান (৫০)।