নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১জনে। সুস্থ হয়েছেন আরও ৬জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৫জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদে মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর এবং অন্যজনের বয়স ৫৫ বছর। একজন সৌদি আরবফেরত হলেও অন্যজনের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। একজন ডায়াবেটিসে ভুগছেন। অন্যজন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজনই সুস্থ আছেন। যার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই, তার সংক্রমিত হওয়ার ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
এছাড়া আগে থেকে আক্রান্তদের মধ্যে আরও ৬জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫জন। নতুন সুস্থদের মধ্যে চার জন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে একজন ৭০ বছর বয়সীও আছেন।