ঋষিকেশ :
ফরিদগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মাদকসম্রাট আনিসুর রহমান (৩২) নামের একজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়ন থেকে মাদক উদ্ধার ও আটকের এই ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের বালিথুবা পুর্ব ইউনিয়নের আড্ডাবাড়িতে অভিযান করি।
অভিযানে মৃত আমির হোসেন সর্দারের ছেলে মাদকসম্রাট মো. আনিসুর রহমাকে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করি। আটককৃত ব্যক্তি মো. কাদির (৩৫) পালিয়ে যায়।
পরে ৩ লক্ষ টাকার এই মাদক উদ্ধারের ঘটনায় ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে। পরে শুক্রবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।