মতলব উত্তর ও দক্ষিণে নৌকার ভরাডুবি : ১৩ ইউপির ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

আল-ইমরান শোভন :
বৃহত্তর মতলবের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের অভাবনীয় ভরাডুবি হয়েছে। মতলব উত্তরের ৯ ইউপির ৬টিতে এবং দক্ষিণের ৪ ইউপির ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ফলাফল অবাক করেছে সবাইকে।

তৃতীয় ধাপে মতলব উত্তরের ১৩টি ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে বেশ আনন্দিত সাধারণ ভোটাররা।

মতলব উত্তরের ১৪টি ইউনিয়নের মধ্যে জহিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকী ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে ২৮ নভেম্বর। এর মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে। আর ১৩টিতেই সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

ষাটনল ইউপিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফেরদৌস, সাদুল্লাপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোবাইর আজিম পাঠান স্বপন, বাগানবাড়ী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন জমাদার, কলাকান্দা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোবহান সরকার শুভা, গজরা ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহিদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক খোকন, এখলাছপুর ইউপিতে মফিজুল মুন্না ঢালী, ফরাজিকান্দি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জি. রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোহনপুর ইউপিতে নৌকার প্রার্থী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী নুর মোহাম্মদ, দুর্গাপুর ইউপিতে মোকাররম হোসেন খান ও ইসলামাবাদ ইউপিতে নৌকার প্রার্থী সাখাওয়াত হোসেন সরকার মুকুল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে ফতেপুর পুর্ব ইউনিয়নে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য পদের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ও জাল ভোটার সন্দেহে ৮জনকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী। অপরদিকে দুর্গাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পঙ্কজ নামে এক মেম্বার প্রার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে মতলব দক্ষিণে ৪ ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি কেন্দ্রে প্রায় ৩৪৮৭৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শহীদ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

নায়েওগাঁও উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান নৌকা প্রতীক পেয়েছে ৪ হাজার ৪৮০ ভোট (নির্বাচিত), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ঘোড়া প্রতীক পেয়েছে ৪ হাজার ৭৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম হাতপাখা পেয়েছে ৮৪০ ভোট।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম মৃধা নৌকা প্রতীক পেয়েছে ৬ হাজার ৪৪৪ ভোট (নির্বাচিত), স্বতন্ত্র প্রার্থী নাছির আহমেদ অরুন ঘোড় প্রতীক পেয়েছে ৩ হাজার ৫৯ ভোট, মোঃ ওমর ফারুক মোটর সাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ৩২৮ ভোট, মোঃ রতন আনারস প্রতীক পেয়েছে ১৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাতপাখা প্রতীক পেয়েছে ১হাজার ৭৮৩ ভোট।

উপাদী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৩৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী আনারস প্রতীক পেয়েছে ৪ হাজার ৭৪০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান হাতপাখা পেয়েছে ৮৭৫ ভোট।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)