ফয়েজ আহমেদ :
করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতার লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং ঘরে অবস্থান কর্মসূচিতে উপজেলার ৫টি ইউনিয়নে গরীব, অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে ৫ হাজার কেজি চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের তত্ত্বাবধানে এ সহায়তা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন, সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ইউনিয়ন ও চিতোষী পশ্চিম ইউনিয়নের ৫শ’ পরিবারের মাঝে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়।