নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাবস ও পিপিই বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (নাজিম) দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাবস ও পিপিই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম পলিনের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য জনসেবার নিশ্চিত করার লক্ষ্যে সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাবস ও পিপিই বিতরণ করা হয়েছে।