নিজস্ব প্রতিনিধি :
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম ভূঁইয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা। আমিনুল ইসলাম গত কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান তিনি।
এর আগে গত ২৮ মে আমিনুল ইসলাম তার ফেসবুক আইডিতে পোস্ট করেন- ‘এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি অত্যন্ত দুর্বল।’
আমিনুল ইসলাম একসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। ৪নং কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি। পরে বিএনপি ছেড়ে ইউনিয়ন আওয়ামী লীগে যোগ দেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জ্বর দেখা দিলে ডেঙ্গু পরীক্ষা করে জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। তবে জ্বর করোনারও উপসর্গ হওয়ায় স্থানীয় কেউ কেউ ধারণা করছেন তিনি করোনার উপসর্গে মারা গেছেন।