‘করোনাভাইরাস থেকে রক্ষায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন’

শাওন পাটওয়ারী :
‘মাস্ক পরার অভ্যোস, কোভিড মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুরে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। রোববার বিকেলে শহরের শপথ চত্বর এলাকায় চাঁদপুর মডেল থানার উদ্যোগে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, করোনার সংক্রমণের শুরু থেকে পুলিশ মাঠ পর্যায় কাজ করছে। করোনায় মানুষের মৃত্যুর পর দাফন পর্যন্ত পুলিশ করেছে। এখন করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, পূর্বের মতো সচেতনতায় পুলিশ কাজ করবে। নিজে মাক্স পড়ুন, সুস্থ থাকুন, অন্যকে মাক্স পরতে উদ্বুদ্ধ করুন। করোনাভাইরাস থেকে রক্ষায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকে সারা দেশে পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তেমনি চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রমেন উদ্বোধন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) মনির আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সূফি খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, লেখক শামীম আহমেদ, কমিউনিটি পুলিশ অঞ্চল-৭ এর সভাপতি কাজী হুমায়ুন প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)