কাভার্ডভ্যানে করে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাবের বিশেষ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-১১ সূত্রে জানানো হয়েছে, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৭ আগস্ট ভোরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের মৃত সালাম খন্দকারের ছেলে মোঃ সজিব খন্দকার (৩৩); একই থানার রামদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২০) ও একই থানার দাতপুর গ্রামের আব্দুল আওয়াল মুন্সীর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ডভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)