চাঁদপুরের ১১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০৯টিতেই শহীদ মিনার নেই!

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার ৮ উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১শ’ ৫৬টি। এর মধ্যে ১ হাজার ৯ বিদ্যালয়ে নেই শহীদ মিনার! সে হিসেবে জেলার প্রায় ৮৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এর ফলে এসব বিদ্যালয়ে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি অস্থায়ী শহীদ মিনার বানিয়ে কিংবা দূরবর্তী কোথাও যেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চাঁদপুর সদর উপজেলার ১শ’ ৭২টি বিদ্যালয়ের মধ্যে ১শ’ ৬৬টি, ফরিদগঞ্জের ১শ’ ৯০টির মধ্যে ১শ’ ৬২টি, হাইমচর উপজেলার ৭২ বিদ্যালয়ের ৬১টি, কচুয়ার ১শ’ ৭১টির মধ্যে ১শ’ ৪০টি, হাজীগঞ্জের ১শ’ ৫৭টির মধ্যে ১শ’ ২৫টি, শাহরাস্তির ১শ’ ১টির মধ্যে ৯০টি, মতলব দক্ষিণে ১শ’ ১৩টির মধ্যে ১শ’ ৭টি এবং মতলব উত্তরের ১শ’ ৮০ বিদ্যালয়ের মধ্যে ১শ’ ৫৮টি প্রাথমিক বিদ্যালয়েই কোনো স্থায়ী শহীদ মিনার নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন বলেন, স্থান সংকট, বরাদ্দের অভাবসহ নানা কারণে জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। সরকার প্রত্যেক স্কুলে সৌন্দর্য বর্ধিত স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রকল্প হাতে নিয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধীরে ধীরে সব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)