চাঁদপুরে ৩জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাজীঞ্জের ১জন, শাহরাস্তির ১জন ও কচুয়ার ১জন রয়েছে। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৩২জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৯১জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৩জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৬২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ। বাকী ৫৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৩৩জন, ফরিদগঞ্জে ৩১২জন, মতলব দক্ষিণে ৩০৩জন, শাহরাস্তিতে ২৫৭জন, হাজীগঞ্জে ২৪০জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ১০৪জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)