চাঁদপুরে আরো ৫জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন ও মতলব দক্ষিণের ১জন। একই দিনে ৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, শাহরাস্তির ২জন ও হাজীগঞ্জের ২জন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৯১জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭৪৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৭জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার (১৩ মার্চ) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি করোনা পজেটিভ। বাকী ৪২টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৯১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৫৮জন, ফরিদগঞ্জে ৩১৭জন, মতলব দক্ষিণে ৩০৯জন, শাহরাস্তিতে ২৬৪জন, হাজীগঞ্জে ২৪৮জন, মতলব উত্তরে ২১২জন, হাইমচরে ১৭৬জন ও কচুয়ায় ১০৭জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)