চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৮৯৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে রোববার আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন ও হাজীগঞ্জের ১জন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৯৫জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭৪৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৬১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার (১৪ মার্চ) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৬৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি করোনা পজেটিভ। বাকী ৬৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৯৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৬১জন, ফরিদগঞ্জে ৩১৭জন, মতলব দক্ষিণে ৩০৯জন, শাহরাস্তিতে ২৬৪জন, হাজীগঞ্জে ২৪৯জন, মতলব উত্তরে ২১২জন, হাইমচরে ১৭৬জন ও কচুয়ায় ১০৭জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)