চাঁদপুরে একদিনে ১৪জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার একদিনে ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯জন, শাহরাস্তির ৩জন, কচুয়ার ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯২০জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭৫৮জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৭৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি করোনা পজেটিভ। বাকী ৬৩টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯২০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৭৮জন, ফরিদগঞ্জে ৩১৭জন, মতলব দক্ষিণে ৩০৯জন, শাহরাস্তিতে ২৬৭জন, হাজীগঞ্জে ২৫২জন, মতলব উত্তরে ২১৩জন, হাইমচরে ১৭৬জন ও কচুয়ায় ১০৮জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)