চাঁদপুরে কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে আড়তদারকে জরিমানা

শরীফুল ইসলাম :
চাঁদপুরে কেমিক্যাল মেশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর। রোববার দুপুরে চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় কলার আড়ৎগুলোতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

নুর হোসেন রুবেল জানান, চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে অনেকগুলো কলার দোকান তদারকি করা হয়। অভিযানকালে ‌‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়। বিষয়টি দেখে ফেললে দোকান মালিক তা লুকানোর চেষ্টা করেন। পরে হাতেনাতে ধরে ফেলায় দোকানি নিজের দোষ স্বীকার করেন। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)