চাঁদপুরে নতুন ৩৭টি নমুনার সবগুলো করোনা নেগেটিভ : সুস্থ আরো ৭জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার ৩৭টি নমুনা টেস্টের মধ্যে সবগুলোর রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ এ দিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৭জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ১জন ও ফরিদগঞ্জের ২জন।

ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৩০জন অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৫৪জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৯জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৩৭টি রিপোর্ট আসে। সবগুলোর রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৩০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৪১জন, ফরিদগঞ্জে ২৬৫জন, মতলব দক্ষিণে ২৬৪জন, শাহরাস্তিতে ২২৭জন, হাজীগঞ্জে ২০০জন, মতলব উত্তরে ১৯৫জন, হাইমচরে ১৫৩জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)