চাঁদপুরে নতুন ৫২ রিপোর্টের ৩টি করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই চাঁদপুর সদরের। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে আরো ১২জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, ফরিদগঞ্জের ৬জন ও মতলব উত্তরের ২জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৩০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (৩১ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৫২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৪৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২১৩০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৫৫জন, ফরিদগঞ্জে ২৪৪জন, মতলব দক্ষিণে ২২৬জন, শাহরাস্তিতে ২০৫জন, হাজীগঞ্জে ১৯৪জন, মতলব উত্তরে ১৮৭জন, হাইমচরে ১৩৯জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৮৯৫৬টি। রিপোর্ট এসেছে ৮৮৫৯টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২১৩০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৭৪১জন। চিকিৎসাধীন আছেন ৩১৩জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৫৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৩৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৯জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৭৮১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০২৩৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৫৪২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)