চাঁদপুরে বিয়ের অনুষ্ঠান করায় মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনিক নির্দেশনা না মেনে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় চাঁদপুর শহরের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এবং বিয়ে অনুষ্ঠানের আয়োজককে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন বলেন, ইতিমধ্যে করোনা প্রতিরোধে চাঁদপুরে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে সকাল থেকে কাজ করছে জেলা প্রশাসন। সকালে শহরের কয়েকটি পার্টি সেন্টারে গিয়ে সতর্কতামূলক প্রচারণা করে শেষ বারের মতো সতর্ক করে দেয়া হয়েছিল।

তিনি আরো জানান, দুপুরের এসে ওই পার্টি সেন্টারে গিয়ে দেখলাম তারা কোন কিছুই মানছে না। তারা দুই শতাধিক লোকজন নিয়ে অনুষ্ঠান পরিচালনা করছেন। তাই এই পার্টি সেন্টারের মালিক ও অনুষ্ঠান আয়োজনকারীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)