চাঁদপুরে শোক ও বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ

শরীফুল ইসলাম :
চাঁদপুরে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম, ইমরান মাহমুদ ডালিম।

পুলিশ প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) ও সদর সার্কেল দায়িত্বরত আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ।

চাঁদপুর জেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন প্রমুখ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদ, ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, মহসীন পাঠান, ছানা উল্লাহ মিয়া, ইয়াকুব আলী মাস্টার প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।

চাঁদপুর সরকারি কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ। এ সময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর প্রমুখ।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। এ সময় পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন কিউআরসি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এ সময় সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)