চাঁদপুর জেলা পরিষদে সদস্য নির্বাচিত হলেন যারা….কে কত ভোট পেলেন?

নির্বাচিত ৮ সদস্যের মধ্যে ৩জন পুনরায় নির্বাচিত

বিশেষ প্রতিবেদক :
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রতিটি উপজেলা পরিষদ মিলনায়তনে তথা ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয় ইভিএম পদ্ধতিতে। নির্বাচনে ৮টি উপজেলার ৮টি ওয়ার্ডে ৮জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৩জন পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন। এরা হলেন- মতলব দক্ষিণের আল-আমিন ফরাজী, হাজীগঞ্জের মোঃ বিল্লাল হোসেন ও শাহরাস্তির মোঃ জাকির হোসেন।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে (চাঁদপুর সদর উপজেলা) সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি (টিউবওয়েল) ২ ভোট, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হাতি) ৮৬ ভোট, আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘুড়ি) ৭০ ভোট, মোঃ মাহবুবুর রহমান (উট পাখি) ১৯ ভোট, জাকির হোসেন হিরু (বৈদ্যুতিক পাখা) ১৪ ভোট, মোঃ শাহ আলম খান (তালা) ১২ ভোট, মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী (অটোরিক্সা) ০০ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ড (হাইমচর) থেকে মো. খোরশেদ আলম (তালা) ৪২ ভোট ও এস এম কবির (টিউবওয়েল) ৩৮ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম।

সাধারণ সদস্য পদে ৩নং ওয়ার্ড (ফরিদগঞ্জ) থেকে মশিউর রহমান মিঠু (তালা) ৬৫ ভোট, মোঃ শাহাবুদ্দিন হোসেন (হাতি) ৩১ ভোট, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (ঘুড়ি) ২ ভোট, আলী আক্কাস (টিউবওয়েল) ১১৩ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন আলী আক্কাস।

সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ড (মতলব দক্ষিণ) থেকে সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আল-আমিন ফরাজী (হাতি) ৪১ ভোট, জসিম উদ্দিন (টিউবওয়েল) ৩৪ ভোট, মোঃ রিয়াদুল আলম (তালা) ১৩ ভোট, বাদল ফরাজী (উটপাখি) ০০, ফরহাদ হোসেন (অটোরিক্সা) ১ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমিন ফরাজী।

সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) থেকে মোঃ আলাউদ্দিন সরকার (তালা) ৭১ ভোট, মিনহাজ উদ্দিন খান (হাতি) ২৫ ভোট, মোঃ হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা) ৬৫ ভোট, আব্দুল্লাহ মোহাম্মদ ইসা (টিউবওয়েল) ২০ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন সরকার।

সাধারণ সদস্য পদে ৬নং ওয়ার্ড (কচুয়া উপজেলা) থেকে জোবায়ের হোসেন (হাতি) ৫২ ভোট, তৌহিদুল ইসলাম (টিউবওয়েল) ৭৯ ভোট, বিল্লাল হোসেন (বৈদ্যুতিক পাখা) ০০ ভোট, আহসান হাবিব প্রাঞ্জল (তালা) ৪ ভোট, মোঃ সালাউদ্দিন (অটোরিক্সা) ৩৭ ভোট, শামসুল হক (উটপাখি) ০০ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম।

সাধারণ সদস্য পদে ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ উপজেলা) থেকে মোঃ জসিম উদ্দিন (তালা) ৭৭ ভোট , মোঃ বিল্লাল হোসেন (টিউবওয়েল) ৮৮ ভোট ও আঃ রব মিয়া (হাতি) ১১ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন।

সাধারণ সদস্য পদে ৮নং ওয়ার্ড (শাহরাস্তি উপজেলা) থেকে মাহবুব আলম (বৈদ্যুতিক পাখা) ৫০ ভোট, মোঃ জাকির হোসেন (ক্রিকেট ব্যাট) ৬২ ভোট, মোঃ মনির হোসেন (টিউবওয়েল) ০০ ভোট, মোঃ বিল্লাল হোসেন (অটোরিক্সা) ৩৭ ভোট, মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত (তালা) ১ ভোট পেয়েছেন। নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)