চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি : বিএনপি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে পৌরসভা নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের বিপণীবাগস্থ পার্টি হাউসে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি। আগে ভোট রাতে চুরি হতো আর এবার দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে ভোট ডাকাতি হয়েছে। আমাদের নেতা-কর্মীদের রক্ত ঝড়িয়ে তারা ভোট ডাকাতি করেছে। এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না এটা আবারও প্রমাণ করলো এ সরকার।

বক্তারা আরো বলেন, বিজয় বিএনপির প্রার্থীদেরই হয়েছে। জনগণ এ ভোট ডাকাতির নির্বাচনকে প্রত্যাখান করেছে। তারা বিএনপির সাথে ভোটের লড়াইয়ে টিকবে না, তাই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। আমাদের দলের মধ্যে কিছু নিমক হারাম রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলকে ঢেলে সাজানোর সময় এসেছে। এ সরকারের বিদায় ঘন্টা বাজার সময় খুব সন্নিকটে। তাই আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচারনা কমিটির আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সভাপ্রধানে ও অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আঃ কাদির বেপারী।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারী, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)