চাঁদপুর পৌরসভা নির্বাচন : প্রার্থীরা আবার সরব

শাওন পাটওয়ারী :
আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের মেয়র পদে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। গত ১০ আগস্ট কমিশনের সভাশেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

এ খবর ছড়িয়ে পরার পর থেকে চাঁদপুর পৌর এলাকায় থমকে যাওয়া নির্বাচনী হাওয়া পুনরায় বইতে শুরু করেছে।

বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার জন্য ২৯ মার্চের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানান, যে প্রার্থী মারা গেছেন শুধু সেই পদের জন্য মনোনয়ন দেয়া হবে।

এদিকে চাঁদপুরে পৌরসভার নতুন তফসিলকে সামনে রেখে পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ বিরতির পর আবার সক্রিয় হয়ে ওঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

তবে করোনাকালীন সময়ে অনেক প্রার্থী ঝুঁকি নিয়ে জনগণের পাশে থাকলেও নতুন-পুরনো বেশির ভাগ প্রার্থীই ছিলেন পর্দার আড়ালে। হঠাৎ নির্বাচনী তফসিল ঘোষণার খবর পেয়ে প্রার্থীরা এখন পর্দা ছেড়ে বাইরে আসতে শুরু করেছে।

ভোটারদের সাথে কুশল বিনিময়, এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস ও নানা উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন অনেক প্রার্থী। সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রায় সব প্রার্থী।

নির্বাচনের তফসিলের ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আগামি ২৩ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনের সভা রয়েছে। কমিশন চাইলে সেদিন চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন।

তফসিল ঘোষণার ৩৭ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে আরো আগেই করে দিতে পারে। ২৩ আগস্ট তফসিল ঘোষণা হলে সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।

চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইতিপূর্বে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তার প্রতিষ্ঠিত কিউআরসি’র মাধ্যমে পুরো করোনাকালে পৌরবাসীর পাশে আছেন তিনি।

বিএনপির প্রার্থী সফিক ভূইয়ার মৃত্যুর পর নতুন মেয়র প্রার্থী হিসেবে ধানের শীষের টিকেট পেতে বিএনপির প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু হয়ে গেছে। তবে বিএনপি আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে রয়েছে সন্দেহ। এখন পর্যন্ত বিএনপির হাই কমান্ড থেকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।

চাঁদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বিএনপির সম্ভাব্য ৬ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন- চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, বর্তমান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শহর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি; চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা যুবদলের সভাপতি, বর্তমান চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন; চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন হাওলাদার; চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন আকাশ; চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল; চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

কে পাবেন ধানের শীষের চূড়ান্ত টিকেট সেদিকে তাকিয়ে আছে তৃণমূল। সব মিলিয়ে প্রধান দুই দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় চাঁদপুর পৌরবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)