চাঁদপুর পৌর নির্বাচনে মোতায়েন থাকবে যেসব বাহিনী

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপ-সচিব মো. আতিয়ার রহমান গত ২৫ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের দিন ১০ অক্টোবর দায়িত্ব পালন করবেন পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স ৩টি, স্ট্রাইকিং ফোর্স ১টি।

এছাড়া র‌্যাবের ৬টি মোবাইল টিম ও বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, ভোট কেন্দ্রে ও নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন এবং পূর্ববর্তী ২ দিন ও পরবর্তী ১ দিন মোট ৪ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)