বেতন-ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে গ্রাম পুুলিশদের স্মারকলিপি

কবির হোসেন মিজি :
গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের মাধ্যমে তার হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাদের পাঁচ দফা দাবিসহ বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বেপারী, সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সূত্রধর, চাঁদপুর সদর উপজেলা বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিদার, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রীবাস চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা শাখারসাবেক সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক তফাদার হারাধন দেবনাথ, মতলব দক্ষিণ ইউনিয়নের উপদী দক্ষিন ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার কবির হোসেন, রূপালী বেগম, হাজীগঞ্জ উপজেরাউপজেলা গ্রাম পুলিশ সন্ধ্যা রানী, মমতাজ বেগম, সায়েরা বেগম ও মোহাম্মদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তাদের যে ৫ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি প্রদান করেছেন তার মধ্যে রয়েছে- গ্রামপুলিশদের জীবনমান উন্নয়নে বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তকরণ, সরকারি অন্যান্য বাহিনীর ন্যায় রেশনিং ব্যবস্থা নিশ্চিতকরণ, গ্রাম পুলিশদের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা প্রদান করা, গ্রাম পুলিশের অবসর এককালীন ৮ লক্ষ, মহল্লাদের ৭ লক্ষ টাকা নির্ধারণ করে ঘোষণা প্রদান করা এবং অন্যান্য বাহিনীর ন্যায় একটি কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ বাহিনী হিসেবে গ্রাম পুলিশদের গড়ে তোলা।

এছাড়া চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান, চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চাঁদপুর জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)