মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টে ২১৪জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনা ভাইরাস রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে অযথা গণজমায়েত করা, মাস্ক ব্যবহার না করা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে জেলায় মোট ২১৪টি মামলায় ২১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, উপজেলায় ইউএনও, এসিল্যান্ড পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ হাজার ৮’শ ৯৫ টাকা জরিমানা করে।

জেলা প্রশাসন সূত্রে জানাযায়, সদরে মোট ১০৪টি মামলায় ১০৪জনকে ১১০৪৫ টাকা, হাজীগঞ্জে ৯টি মামলায় ১৮০০ টাকা, কচুয়ায় ১৬টি মামলায় ১৭০০ টাকা, শাহরাস্তিতে ৮টি মামলায় ৪০০ টাকা, ফরিদগঞ্জে ৪০টি মামলায় ৫৩৫০ টাকা, মতলব উত্তরে ১৩টি মামলায় ২২০০ টাকা, হাইমচরে ১৩টি মামলায় ১৩০০ টাকা ও মতলব দক্ষিণে ১১টি মামলায় ১১০০ টাকা জরিমানা আদায় করে।

অভিযান পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন