হাজীগঞ্জে মেজর রফিকুল ইসলাম এমপির খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় হাজীগঞ্জের দু’টি ইউনিয়নে মেজর (অব.) রফিকুল ইসলাম এমপির ব্যক্তিগত উদ্যোগে উপার্জনহীন ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ও বড়কুল পশ্চিম ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি। করোনা ভাইরাসে লকডাউন থাকায় ঢাকা থেকে আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।

মেজর (অব.) রফিকুল ইসলাম এমপির পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ¦ অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম প্রধান সমন্বয়ক হাজী জসিম উদ্দিন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী।

এদিন সকাল সাড়ে ১০টায় বড়কুল পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড মোল্লাডহর ঈদগাঁও মাঠে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ইউনিয়ন যুবলীগের সার্বিক সঞ্চালনায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক শাহ এমরান হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. জাফর আহমাদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, শাখাওয়াত হোসেন সাহাদাৎ প্রমুখ।

দুপুর ১২টায় বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় উপস্থিত ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু নাছের সুমন প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)