মাস্ক ব্যবহারে চরম অনীহা

নিজস্ব প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার শতভাগ বাধ্যতামূলক থাকলেও এখন অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করছে না। ফলে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে লক্ষ্য করা গেছে। বিশেষ করে হাটবাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদেরকে এখন আর মাস্ক ব্যবহার করতে দেখাই যাচ্ছে না।

কেউ আর মাস্ক পরতেই চায় না, অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না অধিকাংশ মানুষ। এমন অসচেতনতাকে অশনি সংকেত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন।

একজন রিক্সাচালক বলেন, মাস্ক পকেটে আছে। সবাই পড়া বাদ দিছে অনেক আগে। তাই আমিও পড়ি না। আরেকজন বলেন, মাস্ক পরলেই কি করোনা ভাইরাস রোধ করা সম্ভব! এমন বিচিত্র সব অজুহাতে মাস্ক ছাড়াই চলছে আড্ডা, খোশগল্প, কেনা-বেচা আর পথচলা।

করোনা মহামারীতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরও নগরবাসীর এমন অসচেতনতা চোখে পড়ার মতো। শুধু পথঘাট, দোকানপাট কিংবা বাজার নয়, হাসপাতালে অনেক রোগীর স্বজনদের দেখা গেছে মাস্ক ছাড়া। মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্বও।

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নির্দেশনা মানা নিশ্চিতে কঠোর হওয়ার তাগিদ তাদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেদওয়ানুর রহমান বলেন, মাস্ক না পরার দায়ে খুব অল্প কিছু মানুষকেও কঠিন শাস্তি দিত তাহলে সবাই মাস্ক পরতে শুরু করতো।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানান কোভিড ঊনিশ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. সালাউদ্দিন। ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১শ’ ৩২জনের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৫ হাজার ৩শ’ ৭৫ ছাড়িয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)