চাঁদপুরে আরো ১৯জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১১২০

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ১৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১০জন, মতলব দক্ষিণের ৪জন, হাইমচরের ৪জন, মতলব উত্তরের ১জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২০। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (৭ জুলাই) ৫৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৯টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১০১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৪৩জন, মতলব দক্ষিণে ১২৯জন, ফরিদগঞ্জে ১২১জন, শাহরাস্তিতে ১০৯জন, হাজীগঞ্জে ১০৫জন, হাইমচরে ৮৩জন, মতলব উত্তরে ৭৪জন ও কচুয়ায় ৫০জন।

জেলায় মোট ৬৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

আরো তথ্য আসছে….

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)