চাঁদপুরে করোনায় আক্রান্ত ১জনের মৃত্যু : আক্রান্ত আরো ৩৬জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আসার অল্প সময়ের মধ্যে করোনায় আক্রান্ত ১জন মারা গেছেন। শহরের পুরাণবাজারের দাসপাড়া এলাকার হাজী মোঃ আলী আকবর (৬৫) শুক্রবার সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আসেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। গত ৪ এপ্রিল তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মৃত বেড়ে হলো ৯৯জন।

এদিকে চাঁদপুরে শনিবার আরো ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২জন, মতলব দক্ষিণের ২জন, কচুয়ার ১জন, হাজীগঞ্জের ৪জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন ও শাহরাস্তির ৩জন রয়েছেন। একই দিনে ২২জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৩জন, মতলব দক্ষিণের ১জন, হাজীগঞ্জের ১জন, ফরিদগঞ্জের ৩জন ও মতলব উত্তরের ৪জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৬১জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯জন। সুস্থ হয়েছেন ২৯৩৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৫২৪জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) দিনভর সারা জেলায় ১৮৮জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৬জন করোনায় আক্রান্ত, বাকী ১৫২জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৫৬১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬৩৯জন, ফরিদগঞ্জে ৩৭৬জন, মতলব দক্ষিণে ৩৪৫জন, হাজীগঞ্জে ৩২৬জন, শাহরাস্তিতে ৩০১জন, মতলব উত্তরে ২৫৫জন, হাইমচরে ১৯৫জন ও কচুয়ায় ১২৪জন।

করোনায় জেলায় মোট ৯৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৪জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৫জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)